1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

অজ্ঞাত দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী বনানী থানাধীন নৌবাহিনী সদর দপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ি ধাক্কায় অজ্ঞাত (৩২) এক নারী নিহত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২.৩০ মি: দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত ঘোষণা করে।

 

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল জানান, আমরা খবর পেয়ে বনানীর নৌবাহিনী সদর দপ্তরে সামনে রাস্তার উপর থেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকের মুখে জানতে পারি দ্রুতগামী অজ্ঞাত কোন গাড়ি ওই নারী রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দিলে আহত হয়। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক জানটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট