স্টাফ রিপোর্টার ঃ- বৃহস্পতিবার (১৫ মে) মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃআবু সায়েম জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে মুগদা মেডিকেল হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি এক বছর পূর্বে মোঃ রাকিব নামের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। নিহত সুমাইয়া এক মাস বাবার বাড়িতে থাকে সুমাইয়ার স্বামী রাকিবকে ফোন দিয়ে বাসায় আসতে বলে বাসায় আসা দেরি হওয়াকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে তার রুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে তার ওখানেই মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার এনামুল হকের মেয়ে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ বনশ্রী ব্লক-জি রোড-৯/৫ নং বাসা ৩৩ নম্বর স্বামী রাকিবের সঙ্গে থাকতেন।