নিজস্ব প্রতিবেদক ঃ- ১০ মে ২০২৫, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের আহবায়ক চিত্রনায়ক হেলাল খান।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক সাহেদ আহম্মেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন সংস্কৃতি আমাদের এক অপরিহার্য বিষয়। গত সতেরো বছরে মানুষ শান্তিতে নববর্ষ উদযাপন করতে পারে নাই। এইবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে।
হাবিবুর রহমান হাবিব আরো বলেন, বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বলেই আওয়ামিলীগের উপর আইনবহির্ভূত কোন আক্রমন করে নাই। এসময় নির্বাহি আদেশের মাধ্যমেই আওয়ামিলীগ নিষিদ্ধ না হয়ে কোর্টের মাধ্যমে নিষিদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার আহবান জানান।
প্রধান আলোচকের বক্তব্যে চিত্রনায়ক হেলাল খান বলেন, শিল্পীদের কোন দল থাকা উচিত না, আমাদের শিল্পীরা বিগত ফ্যাসিস্ট সময়ে ঠিকমতো কাজ করতে পারে নাই। এর মধ্যে শেখ হাসিনার সময়কালে অনেক শিল্পী দোসর হিসেবে কাজ করেছে।
এসময় সবাইকে এক হয়্র দেশের কল্যানে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অন্যায়ের চিত্রের প্রধান সম্পাদক জনাব শহীদুল্লাহ প্রিন্স, এসময় তিনি বলেন ফ্যাসিস্ট আমলে আমাদের পদেপদে বাধার সম্মুখীন হতে হয়েছে। দেশকে এগিয়ে নিতে এখন আমরা কাজ করে যেতে চাই মুক্তভাবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর,সিআইডির সিটিসি প্রধান নীহার রঞ্জন হাওলাদার, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন প্রমুখ। লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান, দৈনিক দিন প্রতিদিনের উপসম্পাদক এ এইস এম নজিবুল আকবর, সাংবাদিক বাদল চৌধুরী।
এসময় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন একটা লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের যাত্রা করি। যেখানে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো।
আলোচনা অনুষ্ঠান শেষে বিশিষ্টজনদের মধ্যে নববর্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী মেহেরুন আশরাফ, নাজনীন আক্তার, আর্নি,হামিদা ঝিনুক,আনোয়ারুল ইসলাম খান,আতিক হেলাল, সোহাগ, দুলাল, সাবেরা মুন্নী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী। বাঁশিতে বিশেষ রাগ পরিবেশন করেন বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ মোঃ হাসান আলী।