নূর মোহাম্মদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া খাকড়তলা গ্ৰামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁন মিঞা নামে এক ভ্যান চালকের তিন টি গরু, সাতটি ছাগল, একটি গোয়াল ঘর ও একটি রান্না ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৬ মে) রাত্রী সাড়ে ৯ টায় উপজেলার বকুয়া ইউনিয়নের খাকড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত্রি সাড়ে ৯ টা উপজেলার খাকড়তলা গ্রামের মো. চাঁন মিঞার বাড়ির গোয়াল ঘরের দেওয়া কোয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়াল ঘরের কোয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হবে। ভুক্তভোগীর ৩টি গরু ও ৭ টি ছাগল সহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি শুনছি। আমার যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো।