1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশু মোটাতাজাকরণে বিপ্লব,কোরবানির আগে প্রস্তুত ২ লাখের বেশি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে ছাত্র সংগঠনের বিক্ষোভে উত্তাল পরিবেশ শিবালয় নদী ভাঙ্গন কবলি পরিবারের পাশে দাড়ালেন- এসএ জিন্নাহ কবির গাজীপুরের রাজপথে সাহসী সৈনিক:লিয়াকত আলী অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ ঢামেকে প্রশাসনের অভিযানে সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা ভুয়া পরিচয় পত্র দিয়ে ঢামেকের রক্ত চুষে খাচ্ছে:সোলায়মানুর রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত মানিকগঞ্জে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সিলেট জেলা প্রতিনিধি ঃ- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজার এলাকার বাসিন্দা আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের জাফলংয়ের রাধানগর বাজারে স্থানীয় মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।

 

 

অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।

 

এ সময় আব্দুল মালিক লিটনের বাবা আব্দুস শহিদ মিয়া, লিটন মুক্তি পরিষদের আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

 

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামীকে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবং ২ জন আসামীকে খালাস প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট