1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা হোসেনপুরে জিংক সমৃদ্ধ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা দক্ষিণখানে সাংবাদিক বদরুলের বিরুদ্ধে মানবন্দন, ডিসি কার্যালয় স্মারকলিপি জমা গোয়াইনঘাটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে,‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’শীর্ষক দিনব্যাপী সেমিনার মানিকগঞ্জের শিবালয় নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ময়মনসিংহ জেলায় শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: আলোচিত আসামি ইমরান গ্রেপ্তার

দক্ষিণখানে সাংবাদিক বদরুলের বিরুদ্ধে মানবন্দন, ডিসি কার্যালয় স্মারকলিপি জমা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ-আজ ১৩ই মে রাজধানী দক্ষিনখান ডিএনসিসি ৪৭ নং ওয়ার্ড খন্দকার স্কুলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

 

স্থানীয় বাসিন্দারা বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে সাবেক এমপি হাবিব হাসানের একান্ত সহচর ও পিএস হিসেবে দায়িত্ব পালন করতেন এই বদিউল আলম মজুমদার ওরফে বদরুল।

প্রকৃত গণমাধ্যমকে কোণঠাসা করে নিজের আধিপত্য বিস্তার করে বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে বিএনপির নেতা বলে নিজেকে দাবি করে এবং বিএনপির ও তার অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে টাকার বিনিময় সংবাদ প্রকাশ করে, অন্যথায় অপপ্রচার করে চালায় এই বদরুল।

 

৪৭ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আল আমিন সরকার বলেন, জুলাই মাসে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক বদরুল ইসলাম রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত হয়ে বিকৃত তথ্য প্রচার করেছেন। তারা অভিযোগ করেন, বদরুল সরকার দলীয় ইশারায় সাধারণ জনগণের অনুভূতিকে আহত করে চলেছেন এবং হত্যাকাণ্ডকে আড়াল করার অপচেষ্টা চালাচ্ছেন।

 

মহিন সরকার বলেন বলেন, “একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য তুলে ধরা, কিন্তু বদরুল তথাকথিত সাংবাদিকতার আড়ালে অপরাধীদের রক্ষা করছেন। এমন সাংবাদিক সমাজ ও গণতন্ত্রের জন্য হুমকি।”

 

তারা বদরুলের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান এবং ঘোষণা দেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

 

পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ, উত্তরা ডিসি কার্যালয় বদিউল আলম মজুমদার বদরুলের বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেন।
উক্ত বিষয়ে উত্তরা ডিসি জোনের, উপ-পুলিশ কমিশনার মহিবুল ইসলাম বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট