স্টাফ রিপোর্টার ঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজির একটি টিনশেড বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনা মা- মেয়ে দগ্ধ। তারা হলেন, মা-নাজমা বেগম (৪০) ও মেয়ে মোছাঃ আফরোজা আক্তার (১৬)।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকেরাত সাড়ে বারোটার দিকে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গিয়েছে ওই গ্যাসে লাইনের লিকেজ থেকে রাতে বিস্ফোরণে মা -মেয়ে দগ্ধ হয়। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে। তিনি জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন পেশায় বাসা বাড়িতে কাজ করতেন।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.সাউন্ড বিন রহমান জানান, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। মা নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছে ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনকেই হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিট (এইসডিইউ) যে ভর্তি দেওয়া হয়েছে।অবস্থা অসংখ্যজনক বলেও জানান তিনি।