মেডিকেল প্রতিবেদক ঃ- রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে ৩জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, মোছাঃ ফাতেমা বেগম (৪০), মোছাঃ সাদিয়া আক্তার (২০) ও মোছাঃ ইসরাত (১১)।তাদেরকে জাতীয়োবারে ভর্তি দেওয়া হয়েছে,তাদের ত্রিশ থেকে সাত শতাংশ দগ্ধ হয়েছে।
বুধবার (০৭ মে)ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বর্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,মোহাম্মদপুর থেকে তিনজন একই পরিবারে আমাদের এখানে এসেছে।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তিন জনকেই ভর্তি দিয়েছি।তাদের মধ্যে,ফাতেমার ৭ শতাংশ দগ্ধ হয়েছে,সাদিয়ার ৭ শতাংশ ও শিশু ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে তাদের ফেস বার্ন রয়েছে।ইসরাতের অবস্থা অসংখ্যজনক জনক বলে জানান তিনি।