স্টাফ রিপোর্টার ঃ- ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) বাথরুমে ভেন্টিলেটর ভেঙ্গে মোছাঃ ফাতেমা আক্তার (১৪) নামের এক কিশোরীর পালানোর খবর শোনা যাচ্ছে।
শনিবার (২১ জুন) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওয়ান স্টপ ইমারজেন্সি (ওসিসি) থেকে বিষয়টি খিলগাঁও থানার পুলিশকে জানানো হয়।
ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) চিকিৎসক ডা.তইয়্যাবা সুলতানা জানান, শুক্রবারে খিলগাঁও থানার পুলিশ ওই কিশোরীকে আমাদের এখানে ভর্তি করে যায়, শনিবার বিকালের দিকে সে বাথরুমে যায় পরে সেখান থেকে তাকে ডাকাডাকি করলেও সে দরজা না খুললে পরে আমরা বিকল্প অবস্থায় দরজা খুলে ভিতরে গিয়ে দেখি বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে।পরে আমরা বিষয়টি খিলগাঁও থানার পুলিশকে বিষয়টি জানানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, গতকাল (২০ জুন) খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের হয় (মামলা নম্বর–৬৫) মামলার পরিপ্রেক্ষিতে আমরা ফাতেমাকে পাশের বাড়ির ফয়সালের বাসা থেকে উদ্ধার করি। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সন্ধ্যায় জানতে পারি, সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও জানান,ফাতেমার সঙ্গেফয়সাল (১৮) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে সে ফয়সালের বাসায় চলে যায়।সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে আবারও সে ফয়সালের বাসায় চলে যায়। এ নিয়ে ফাতেমার বাবা ও ভাই থানায় এসে ফয়সাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরই আমরা ফাতেমাকে উদ্ধার করি এবং ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরী ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়টি জানানো হয়েছে। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।