মোঃ সায়েদুর রহমান,স্টাফ রিপোর্টার ঃ- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী সংগ্রাম খান (২৫) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত সংগ্রাম উপজেলার জমদুয়ারা গ্রামের শাহিনুর রহমান খানের একমাত্র সন্তান।
জানা যায়, ১৮ জুন (বুধবার) দুপুরে শিবালয়ের জমদুয়ারা নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামেন সংগ্রাম। দীর্ঘ সময় তার কোন খোজ না পেলে পরে পুকুরপাড়ে তার স্যান্ডেল দেখে আত্মীয়দের সন্দেহ হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা গভীর পানিতে ডুবে থাকা অবস্থায় সংগ্রামের দেহ উদ্ধার করে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পানিতে ডুবে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সংগ্রামের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।