1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

দুইতলাছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী ডেমরা থানা বক্সনগর রানী নগর হাজী রোড এলাকার একটি দুই তলার ছাদ থেকে নিচে পড়ে‌‌ রুমি আক্তার (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু।

 

সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করে।

 

নিহতকে নিয়ে আসা মেহেরুন নেসা জানান, ডেমরার বক্সনগর রানী নগর হাজী রোড এলাকার দুই তলার বাসার ছাদ থেকে নিচে পড়ে‌‌ রুমি আক্তার গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরো জানান, নিহতের নিজ বাসা ডেমরা বক্সনগর রানী নগর হাজী রোড এলাকার মোঃ রুবেল মিয়ার সন্তান। নিহত স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট