স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর লালবাগ থানার ইডেন কলেজে ভিতরের পুকুর সাঁতার কাটার সময় মোছাঃ সানজিদা আক্তার (১৮) নামের এক অগ্রণী মহিলা স্কুল এ্যান্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী পানিতে ডুবে মৃত্যু।
সোমবার (১৬জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা মোছাঃমায়েশা ইসলাম জানান, সকালের দিকে ইডেন কলেজের ভিতরের পুকুরে মোহনা ইসলাম ইডেনের অনার্সে ৩য় বর্ষের শিক্ষার্থী রসাথে সাঁতার কাঁটার সময় সানজিদা পানি ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত সানজিদার বাসা চকবাজার এলাকার ১২ নং চম্পা কলি এলাকার মোঃ সাজুর মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।