স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় মোঃ সাগর আহমেদ (৩২) নামে এক যুবকের মোটরসাইকেল ও একটি ব্যাগ ছুরিকাঘাত করে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তকারিরা।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতে ভাই মোঃ আল-আমিন জানান, রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় আমার ভাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই সময়২/৩জন দুর্বৃত্তকারী আমার ভাইকে গতিরোধ করে তার হাতে ধারালো অস্ত্রদিয়ে ডান হাতে আঘাত করে তার মোটরসাইকেল ও কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ভাইকে চিকিৎসা দেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার জয়নগর গ্রামের মৃত নুর ইসলামের সন্তান। বর্তমানে মুগদা এলাকায় থাকতেন আমার ভাইয়ের মোটরসাইকেল এফ জেড ভার্সন থ্রি আমার ভাই পেশায় ব্যবসা করতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,ডেমরা স্টাফ কোয়াটারের সামনে থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এক যুবকের ব্যাগ ও মোটরসাইকেল খুয়েছেন।পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট ছানাকে অবগত করেছেন।