স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর মোহাম্মদপুরের দুর্গা মন্দির গলি এলাকায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ নুর ইসলাম (২৬) এক যুবকের মৃত্যু।
শুক্রবার (১৬ মে) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে ভাই মোঃওসমান গনি জানান, আমার ভাই রাত আটটার দিকে মোহাম্মদপুর দুর্গা মন্দির গলি এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে দুর্বৃত্তকারী এলোপাথাড়ি ছুরিকাঘা করে গুরুতর আহত করে। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ওইখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের বাসা শংকর বাস স্ট্যান্ডের পিছনে এলাকার মোঃ আবুল ফকিরের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।