1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রবিউল ইসলামের ওপর হামলাকারী মামুন বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর দুমকীর লেবুখালীতে খেলনা পিস্তলসহ র‍্যাব পরিচয় দেওয়া দুই প্রতারক আটক বাজিতপুরে আওয়ামী লীগের দোসরদের মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন জনবল সংকটে চিকিৎসা পাচ্ছে না রোগীরা জানা গেল ঈদুল আজহার তারিখ,টানা ছুটি মিলছে যত দিন মানিকগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসক সুমাইয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলে ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত,আটক-২ রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরদেহ সনাক্তে চেষ্টা চলছে

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ- কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন শরীফুল ইসলাম নিশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেদোয়ান রহমান ওয়াকিউর।

 

বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব।

 

নতুন কমিটির নেতৃত্বে আসা সদস্যরা আগের কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শরীফুল ইসলাম নিশাদ পূর্ববর্তী কমিটিতে ছিলেন সাংগঠনিক সম্পাদক। সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর ছিলেন সিনিয়র সহ-সভাপতি। এছাড়া রাফিউল ইসলাম নওসাদ ও জাকির হোসেন রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুন মো. মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করার পর, একই নেতৃত্ব রেখে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়।

 

নতুন কমিটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল নেতাকর্মীরা। তারা মনে করছেন, অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলবে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট