স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ আনোয়ার হোসেন রাজু (৩৫) নামের পুলিশ সার্জেন্ট গুরুতর আহত। এই ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী মোঃ ফাহিম (২০) ও আসিফ মজুমদারকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) বিকেল চারটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সার্জেন্ট মোঃ অহিদুজ্জামান রাজিবজানান, বিকালে দিকে রামপুরা টিভি সেন্টারেপাশে ডিউটি করছিল সার্জেন্ট আনোয়ার হোসেন রাজুএ সময় দুই যুবক জিক্সার মোটরবাইক নিয়ে যাওয়ার য সময় সিগন্যাল দেয় সার্জেন্ট আনোয়ার। পরে তারা সিগনাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় সার্জেন্ট আনোয়ারের উপর দিয়ে মোটরবাইক চালিয়ে দেয়। এতে সার্জেন্ট আনোয়ার গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরো জানান, এই ঘটনায়মোটরবাইক চালক ফাহিমওআসিফ মজুমদারকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুইজনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের রেজিস্ট্রেশন ছিলনা এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম। এই ঘটনায় রামপুরা জনের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সার্জেন্ট আনোয়ার হোসেন (রাজু) ২০১৫ সালে পুলিশের যোগদান করেন এবং ২০২৪ সালে তার ডিএমপিতে পোস্টিং হয়।তার গ্রামে বাড়ী নোয়াখালী জেলা সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামের রফিক মিয়ার সন্তান। সার্জেন্ট অহিদুজ্জামান (রাজিব)।