স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর শাহজাহানপুর থানার কমলাপুর বটতলা রেলওয়ে কোয়ার্টারের সামনে রাস্তা উপর থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে মরদেহ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানা উপ-পরিদর্শক এসআই আশিকুল হাসান জানান,আমরা আড়াইটার দিকে খবর পেয়ে কমলাপুর বটতলা কাছে রেলওয়ে কোয়াটারের সামনে রাস্তার উপর থেকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে আইনি পরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরেপ্রকৃতি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতো অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে প্রযুক্তি সহায়তায় নাম শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল সাদা হাফ গেঞ্জি ও চেক লুঙ্গি