স্টাফ রিপোর্টার ঃ- বুধ (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে শাহরিয়ারের ময়নাতদন্ত সম্পন্ন হয়।পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম জানান, দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে মর্গে এসে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়, পড়ে সদনের কাছে তার মরদেহ হস্তান্ত করা হয়। তিনি জানান, নিহতে শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে চিকিৎসক জানিয়েছে ধারালো অস্ত্র রাখাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
নিহতে বড় ভাই এস এ এম শরিফুল আলম জানান, আমার ছোট ভাইয়ের মরদেহ আমি গ্রহণ করলাম, প্রথমে মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে দুপুর সাড়ে বারোটার সময় শাহরিয়ারের প্রথম নামাজে জানাজার পরে গ্রামের বাড়িতে নেওয়া হবে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা সরাতৈল গ্রামের ফখরুল আলমের সন্তান। বর্তমানে এফ রহমান হল রুম নং-(২২২) আই আর ২০১৮-২০১৯ সেশনের ঢাবির মাস্টার্সের
শিক্ষার্থী ছিল ।