স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চে পাশদিয়ে বাইকে করে যাওয়ার সময়অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্বা (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের সহপাঠী মোঃ রাফি জানান, নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মাস্টার্সের অধ্যায়নরত শিক্ষার্থী। রাত বারোটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের লেগে যায়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় অজ্ঞাত ব্যক্তিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এলাকায় বর্তমানে,স্যার এফ রহমান হলে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।