1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল  বিয়ে না করাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কক্সবাজার উপকূলে নৌবাহিনীর অভিযান ১১টি ফিশিং বোট আটক স্বাস্থ্যজাতীয় বার্ণে টেন্ডার-ঘুষ বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক হিসাবরক্ষক সুলতানের  সাংস্কৃতি বিকাশে বাংলা নববর্ষ শীর্ষক আলোচনা ও পুরস্কার প্রদান রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢামেকের জরুরী বিভাগে নিয় এলে তার মৃত্যু হয় কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ,মানব সেবা ব্লাড ফাউন্ডেশন অফিস উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল পটুয়াখালী ভার্সিটিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ-কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।

 

 

পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয় তিন শিক্ষার্থী। এরা হলো—ইরিনা আক্তার (১৫), প্রিয়া আক্তার (১৫) ও বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ঝড়বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়ায় বজ্রপাতের শিকার হয় তারা। আহত অবস্থায় দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্ষাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বজ্রপাতে মারা যান কডু মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং একজন কৃষক ছিলেন। দুপুরে বাড়ির সামনে খোলা মাঠে ধান শুকানোর সময় ঝড়বৃষ্টির কবলে পড়ে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে তিনি হাসপাতালে গিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট