নিজস্ব প্রতিবেদক ঃ- ফতুল্লায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। সম্প্রতি কাশীপুর ইউনিয়নের ভোলাইল নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা এ ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলহাজ মোঃ স্বপন হোসেন।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, বিগত আওয়ামী সরকারের শাসনামলে আমি কাশীপুর বাঁশমুলি এলাকায় একটি জমি খরিদ করি। ওই জমিটি দখলের জন্য সন্ত্রাসীরা সে সময় অনেক চেষ্টা করে এবং আমাকে হুমকী দেয়। কিন্তু তারা জমি দখল করতে পারেনি।
৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলেও ছিঁচকে এ সন্ত্রাসীরা এলাকায় রয়ে গেছে। তারা এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাসী করছে। ওই সন্ত্রাসীরা এখন আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছে। আমি তাদের দাবিকৃত টাকা না দেয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলা ঠুঁকে দেয়।
কিন্তু দু:খের বিষয় ওই মামলার বিষয়ে আমি কিছুই জানতে পারিনি। তাছাড়া আমি ছাত্র-জনতার আন্দোলনের সময় তাদের পক্ষে ছিলাম। ভোলাইল এলাকায় আন্দোলনকারীদের মাঝে আমি পানিও বিতরণ করেছি। এখন সেই আন্দোলনের হত্যা মামলার আসামি আমি!
তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জেরেই আমার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছে ওই সন্ত্রাসীরা। এখনো তারা আমার ক্ষতি করার অপচেষ্টা করছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে সম্মানহানি করছে। আমি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওই নামধারী সন্ত্রাসীদের বিচার চাই।
আমি নারায়ণগঞ্জ জেলার ডিসি ও এসপি মহোদয় ছাড়াও প্রশাসনের কাছে বিষয়টি একটি তদন্ত করে আমার সাথে হওয়া অন্যায়ের সাথে সরাসরি জড়িত চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
এ ঘটনায় তিনি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।