1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু ওয়াসা লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে একজন নিহত একজন আহত ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের পরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালে সাব-ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ সীমান্তে মাঠ দখলে এসে স্থানীয়দের তোপের মুখে বিএসএফ গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা রাস্তার উপর থেকে রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বেকার শিক্ষিত যুবকরা নিজ উদ্যোগী বীজ আলু উৎপাদনে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করেছে নীলফামারীতে

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ নীলফামারী প্রতিবেদক ঃ-  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি ) ডোমার শাখার কর্মকর্তার তত্ত্বাবধান ও দিকনির্দশনায় মানসম্পন্ন বীজ আলু উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে চুক্তিবদ্ধ কৃষকরা।

 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হতে শষ্যবন্ধকী লোনের মাধ্যমে চুক্তিবদ্ধ চাষিদেরকে বীজ, সার কীটনাশক ও ছত্রাকনাশক সরবরাহ করা হয়। উপপরিচালক (টিসি) (অঃ দাঃ) কৃষিবিদ মোঃ আবু তালেব মিঞার সাথে কথা হলে তিনি বলেন গত ২০২৩-২৪ উৎপাদন মৌসুমে ২৯৫.৪০ একর জমিতে উৎপাদিত বীজ আলুর পরিমাণ ছিল ১৫২২.৮৫০ মেঃটন। ৩১ জন চুক্তিবদ্ধ চাষিকে ৫,৪৩,৩০,৮৫০/- এর চেক প্রদান করা হয়। এতে বীজ আলু উৎপাদন খরচ ও বিভিন্ন আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে একর প্রতি ১,১২,০০০/- করে লাভবান হয়েছে চুক্তিবদ্ধ কৃষকরা।

 

২০২৪-২৫ উৎপাদন মৌসুমে ৩০ টি ব্লকে ৭৬ জন চুক্তিবদ্ধ চাষীর মাধ্যমে ১২ টি জাতের (এস্টারিক্স,মিউজিকা,গ্রানোলা,কুইন অ্যানি,কারেজ,কুম্বিকা,এলোয়েট,৭ ফোর ৭,সানতানা,কার্ডিনাল,ডায়মন্ট ও বারিআলু৬২) ৪১৮.০০ একর ভিত্তি এবং ১১ টি জাতের (মিউজিকা,গ্রানোলা,কারেজ,কুম্বিকা,সানতানা,কার্ডিনাল,ডায়মন্ট,

এস্টরিক্স,সানসাইন,বারীআলু৭২ ও ভ্যালেনসিয়া) ৩৩৫.০০ একর প্রত্যায়িত সহ ! সর্বমোট ৭৫৩.০০ একর জমিতে বীজআলু উৎপাদন কর্মসূচি চলমান রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ডোমার শাখার সহকারী পরিচালক সুব্রত মজুমদার এর সাথে কথা হলে তিনি জানান ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে ৭৫৩.০০ একর বীজ আলু উৎপাদনের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হতে ৫,৭৫,২০,৪২০/- শষ্যবান্ধবী হ্মণ গ্রহণ করা হয়।

 

৭৫৩.০০ জমিতে ৪৫০০ শত মেট্রিকটন বীজ আলু হবে বলে আশা করা হচ্ছে। যা হতে চুক্তিবদ্ধ চাষীরা প্রায় ১৬ কোটি টাকা বীজ আলু বাবদ পেমেন্ট পাবেন। এতে তাদের প্রায় ৮ কোটি টাকা মুনাফা হবে বলে আশা করছি। চুক্তিবদ্ধ চাষী তৈয়ব আলী বাবুর সাথে কথা হলে তিনি জানান এই বিএডিসির মহানুভবতায় বর্তমানে আমাদের এলাকার শিক্ষিত বেকার যুবকদেরকে বীজআলু উৎপাদনে নিয়োজিত করা হয়েছে এতে অত্র এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

 

কর্মসংস্থানের মাধ্যমে এলাকার বেকার শিক্ষিত যুবকেরা নিজ উদ্যোগী হয়ে বীজ আলু উৎপাদন করে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করেছে। আরেক চুক্তিবদ্ধ চাষী মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান বর্তমানে দন্ডায়মান ফসলের সার্বিক অবস্থা ভালো পর্যায়ে রয়েছে যা হতে লক্ষ্য মাত্রা অনুযায়ী গুণগত মানসম্পন্ন বীজআলু উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছি। উৎপাদিত বীজআলু দেশের চাষীদের আলুর ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট