নিজস্ব প্রতিবেদক :- ১৬ ই মার্চ ২০২৫, সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রমজান সিয়াম সাধনার মাস এ মাস মুসলিম জাহানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। পবিত্র কুরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, বদর যুদ্ধের মাস, তারাবিহ, কুরআন তেলাওয়াত, ইতেকাফ, দান-খয়রাতসহ অন্যান্য ইবাদত-বন্দেগির মাস। ত্যাগ-তিতিক্ষা সংযম, সমবেদনা ও সহমর্মিতার বার্তাবহ, রহমত (অনুগ্রহ) মাগফিরাত (ক্ষমা) ও নাজাতের (জাহান্নাম থেকে মুক্তির) মাস রমজান। সকল
সদস্যদের মাঝে এ গুরুত্ব তুলে ধরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
এ আয়োজনে বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ক্লাবের অগ্রজ-অনুজেরা একে অপরের সাথে মতবিনিময় ও মোলাকাতে সামিল হন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –মোঃশাওন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব; মামুনুর রশীদ হিমেল, ছাত্র প্রতিনিধি, আইবি; শোয়েব আহমদ, সাবেক সভাপতি, বৈশাখী-ঢাকা বিশ্ববিদ্যালয়; আরিফ আহমেদ, ম্যানেজার, মাস্টার উইল।
এ সময় ক্লাবের উত্তরোত্তর উৎকর্ষ সাধনে কী, কী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়েও আলোচনা হয়।সবশেষে উপস্থিত সকলে মিলে মাহে রমজানের ১৫ তম রোজার ইফতার বিশ্ববিদ্যালয়ের সিনেট চত্বরে সম্পন্ন করেন।