1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির যৌতুকের হত্যা মামলার আসামি শামীমকে গ্রেফতার করেছে র‌্যাব

যৌতুকের হত্যা মামলার আসামি শামীমকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ শামীম শেখ (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব।

 

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল ৩০ জুন ২০২৫ তারিখ রাতে ঢাকা মহানগরী মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত ভিকটিম মোসাঃ মীম খাতুন (২৩) কে যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ শামীম শেখ (৩২), পিতা-মোঃ মিরাজ শেখ, সাং-শিবরামপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করে।

 

৩।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, দীর্ঘ দিন যাবত স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে পারিবারিক কলহ এবং ঝগড়া বিবাদ লেগেই থাকত। গ্রেফতারকৃত আসামী যৌতুকের দাবিতে তার স্ত্রীকে প্রাইশঃই শারিরীক ও মানসিক নির্যাতন করত। গত ২৫ জুন ২০২৫ তারিখ দুপুরে গ্রেফতারকৃত আসামী তার স্ত্রীকে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকা তার বাবার বাড়ী থেকে আনার জন্য চাপ প্রয়োগ করলে তার স্ত্রী এ ব্যাপারে প্রতিবাদ করে। দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোসাঃ মীম খাতুন (২৩)কে বেধরক মারধরের এক পর্যায়ে গুরুতর যখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং আত্মরক্ষার্থে চিৎকার করায় আশপাশের লোকজন ঘটনাস্থলে জোড় হতে শুরু করলে আসামী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

৪। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে মাগুরা সদর থানার কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শেখ (৩২)কে গ্রেফতার করে।

 

৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট