মোঃ সায়েদুর রহমান স্টাফ রিপোর্টার ঃ- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক বিরোধে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক দেবর রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছেন, একটি কাঁঠালকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাকিব (২৮) তাঁর স্বামীর ছোট ভাই।
জানা যায়, ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় সালাম মিয়া বলেন তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব তাঁর ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল কাটছিলেন । তখন রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।
নিহত সোভা বেগমের দুই ছেলে রয়েছে। বড় ছেলে শামীম (১৭) ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন এবং ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
রাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, রাকিব তার ভাবিকে হত্যা করে আত্মগোপনে চলে যান। পিবিআইয়ের একটি চৌকস টিম সুখেন্দু বসুর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।