স্টাফ রিপোর্টার ঃ- ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ ও পশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ৯টা থেকে শুরু করে ও সাড়ে দশটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে, একাডেমিক কাউন্সিলের এক সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃকামরুল আলমের সভাপতিত্বে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নে দাবিতে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি করে সেগুলো হলো।
১.ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাশ করতে হবে।
২.নতুন আবাসন ব্যবস্থা গড়ে না তোলা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।
৩.নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ দিতে হবে এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪.পুরনো একাডেমিক ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা করতে হবে এবং শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা ও নতুন ভবনের বাজেট পাশ করতে হবে।
৫.আন্দোলন চলাকালীন কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান,ও ভাইস প্রিন্সিপালপ্রফেসর ডাঃ ফারুক আহমেদসহ কলেজের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে কলেজের সুষ্ঠু ও সুন্দর নিরাপদ পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জানানো হয়,ডাঃ ফজলে রাব্বি আবাসিক হলের ছাত্রদেরকে আগামীকাল দুপুর ১২টা মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় ও কলেজ বন্ধকালীন সময় প্রফেশনাল পরীক্ষা চালু থাকবে।আগামী কাল ১২০০ ঘটিকার মধ্যে হল ত্যাগ না করলেশিক্ষকগণ কর্ম বিরতিতে যেতে পারেন বলে জানা যায়।
আজ থেকে কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীরা অরিয়েন্টশন ক্লাস বর্জন করছে।