1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গৃহে বর্বর হামলা প্রাণ নাশের হুমকি:সন্ত্রাসী দুষ্কৃতিকারী চক্র দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার

সাংবাদিকদের জন্য বিশেষ বরাদ্দ চাইলেন বিএমএসএফ’র আহমেদ আবু জাফর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

_বাজেট ২০২৫-২৬_
*সাংবাদিকদের জন্য বিশেষ বরাদ্দ চাইলেন বিএমএসএফ’র আহমেদ আবু জাফর*

 

🔶 বাজেট ঘোষণার আগে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, সুরক্ষা ও চিকিৎসা খাতে আলাদা বরাদ্দ চাইলেন আহমেদ আবু জাফর।

🔶 “সাংবাদিকতা পেশা নয়, এটা রাষ্ট্র রক্ষার একটি শক্তি”—বাজেটের মধ্যে সেই স্বীকৃতি চান বিএমএসএফ চেয়ারম্যান।

🔶 সাংবাদিকদের জন্য ৮ বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব।

🔶 সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দ্রুত বিচার সেল ও সুরক্ষা তহবিল গঠনের আহ্বান।

🔶 সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমা এবং সরকারি হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সুবিধা চেয়েছেন আহমেদ আবু জাফর।

🔶 ৫২’র ভাষা আন্দোলন থেকে ৬৯ গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২৪’র গণঅভ্যুত্থানে
সাংবাদিকদের অবদান ইতিহাসের অংশ, বাজেটে তার প্রতিফলন থাকা উচিত।

🔶 “গণতন্ত্র বাঁচাতে হলে সাংবাদিকদের রক্ষা করতেই হবে”—বাজেট আলোচনায় রাষ্ট্রের প্রতি আহ্বান।
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে সাংবাদিকদের জন্য আলাদা বরাদ্দ রাখার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

 

তিনি বলেন, “রাষ্ট্রের প্রতিটি সংকটে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছেন। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলনেও সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। অথচ রাষ্ট্রীয় বাজেটে সাংবাদিকদের সুরক্ষা, প্রশিক্ষণ ও চিকিৎসার বিষয়ে কোনো দৃশ্যমান বরাদ্দ নেই—এটা দুর্ভাগ্যজনক।”

 

তিনি বাজেটে তিনটি খাতে বিশেষ বরাদ্দের দাবি জানান:

১. প্রশিক্ষণ: জেলা-উপজেলায় সাংবাদিকদের জন্য বিভাগ ভিত্তিক আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও নিয়মিত ওয়ার্কশপের ব্যবস্থা।

২. সুরক্ষা: সাংবাদিক নির্যাতন রোধে আইন প্রণয়ন করে দ্রুত বিচার আইনের আওতায় বিশেষ সেল গঠন এবং সাংবাদিক সুরক্ষা তহবিল চালু।

৩. চিকিৎসা: সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে বা সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিতকরণ।

আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে প্রায়শই হামলা, মামলা ও হুমকির মুখে পড়েন। বাজেটে এসব ঝুঁকি মোকাবেলার বাস্তব উদ্যোগ থাকতে হবে।”

 

২০১৩ সালে প্রতিষ্ঠিত বিএমএসএফের মাধ্যমে বিশেষ করে তিনি মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে—আর তার প্রথম শর্ত হলো রাষ্ট্রীয় বাজেটে সাংবাদিকবান্ধব বরাদ্দ নিশ্চিত করা।”

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট