স্টাফ রিপোর্টার ঃ- আজ ২৮ মে, বুধবার, রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” — যেখানে ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর ও ঢাকা বিভাগের হাজারো প্রাণবন্ত তরুণ নেতাকর্মীর উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই মহামিলনমেলা।
সমাবেশস্থলে উপস্থিত নেতা-কর্মীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক উজ্জ্বল মানবিক উদ্যোগ গ্রহণ করে। ড্যাব-এর সাবেক সভাপতি ডাঃ হারুন আল রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ মেহেদী হাসান এবং সাবেক কোষাধক্ষ্য ডাঃ জহিরুল ইসলাম শাকিলের নির্দেশনায় দেশজুড়ে থেকে আগত নেতাকর্মীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা, ফার্স্ট এইড ট্রিটমেন্ট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী সরবরাহ করা হয়।
এই মানবিক সেবামূলক কার্যক্রম শুধুই একটি দায়িত্ব পালনের নিদর্শন নয়, বরং তা রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার অসাধারণ সংমিশ্রণ।
এই মহতী উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করেন — কুমিল্লা ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু নাসের,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহমুদুল হাসান খান সুমন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি,
ডাঃ সেলিম রায়হান লেমন,
ডাঃ ওমর,
ডাঃ ফারুক,
ডাঃ ইয়াসিন আরাফাত অভি,
ডাঃ হাসনাত,
ডাঃ নাজমুল হুদা অভি, ডাঃ শাফি, ডাঃ আনোয়ার এছাড়াও অনেক ডাক্তার।
সার্বিক সমন্বয় ও দিকনির্দেশনায় ছিলেন ডাঃ জাভেদ হোসেন, ডাঃ মাহমুদুল হাসান খান সুমন, ডাঃ মীর রাশেখ আলম অভি
একই সাথে কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে এবং সকল বিষয়ে নিরলস সহযোগিতা করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নিবেদিতপ্রাণ তরুণ চিকিৎসক ও শিক্ষার্থী নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি।
এই ধরনের কার্যক্রম নিঃসন্দেহে জাতীয়তাবাদী আদর্শে উদবুদ্ধ একটি প্রজন্মের প্রমাণ — যারা কেবল রাজনীতিতে নয়, বরং মানবিকতা ও সমাজসেবায়ও এগিয়ে চলেছে দীপ্ত পদক্ষেপে।
ড্যাব ও জাতীয়তাবাদী মেডিকেল টিম পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার — “দলের যেকোনো সংকটে, আন্দোলনে ও মানবিক প্রয়োজনে আমরা সবসময় নেতাকর্মীদের পাশে থাকবো, একজন চিকিৎসক হিসেবে যেমন, তেমনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও”