রাব্বি চৌধুরী-কানাডা প্রতিনিধ ঃ- গত রবিবার সাপ্তাহিক ছুটিতে “বাংলাদেশ সোসাইটি অব কানাডা’র” উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪৩২ এর বৈশাখী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠিত হয় মন্ট্রিয়ালে 2721 Rue Jolicoeur অডিটোরিয়ামে।
বাংলাদেশ সোসাইটি অফ কানাডা গঠনের পর এবারই প্রথম উদযাপন করা হলো বাঙ্গালী বৈশাখের অনুষ্ঠান। সংগঠনের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তারা আগামী প্রতিটি বছর মন্ট্রিয়ালের বাঙ্গালীদের কে এ ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে আনন্দ দিয়ে যাবেন। বাঙ্গালীদের এই অনন্য সংস্কৃতিকে বিদেশের মাটিতে সবার কাছে পরিচিত করে তুলবেন।
এই বৈশাখী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এস ডি রুবেল ও সুমি মির্জা। পাশাপাশি ছিল মন্ট্রিয়ালের স্থানীয় শিল্পীদের চমকপ্রদ সঙ্গীতানুষ্ঠান। ছিল বাঙালি খাবারের বিভিন্ন স্টল ও শাড়ি-জামা কাপড়-গহনার বিতান। “বাংলাদেশ সোসাইটি অফ কানাডা” সভাপতি জনাব শরীফ উল্লা এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা হয়।