আব্দুল্লাহ আল মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ- শাহজাদপুর উপজেলার খুকনি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের ৫৬ তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো,উক্ত ক্রীড়া প্রতিযোগিতা সার্বিক সহযোগিতায় ছিলেন পিকেএসএফ ও ইউডিপিএস (সমৃদ্ধি প্রকল্প)।
এ সময় উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস,এম শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিপন মিয়া, ৯নং খুকনি ইউনিয়নের প্রশাসক (সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য), মোঃ মোশাররফ হোসেন সেকেন্ড অফিসার মোঃ মোশাররফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউডিপিএস এর সিরাজগঞ্জ জোনের ম্যানেজার মোঃমাহবুবুল আলম।
বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,
এ সময় সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে অবদান রাখায় ইউডিপিএস এর পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা স্বারক তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার মোঃ সবুজ হোসেন রাজা,সাংবাদিকতা ও সামাজসেবায় অবদান রাখার জন্য আব্দুল্লাহ আল মাহমুদ কে এই সন্মাননা স্বারক তুলে দেন।