নিজস্ব প্রতিবেদক ঃ- মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল প্রমিলা প্রতিকৃতি ও প্রমিলা জন্মবিটায় সকাল সাড়ে ৯ টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, নজরুল প্রমিলা পরিষদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
এ উপলক্ষে রবিবার কবি নজরুলের স্মৃতিবিজড়িত ও কবিপত্নী প্রমীলার জন্মভিটা শিবালয়ের তেওতা গ্রামে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হামদ-নাত, গজল ও পুরস্কারসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল প্রমিলাকে জানার আগ্রহে আজ সকালে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিকেলের সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন রয়েছে সেখানে দামাল ছেলে নজরুল নামক নাটকটি মঞ্চায়িত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ শায়েখ শিহাব উদ্দিন, শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, নজরুল প্রমিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল মোন্নফ , সাধারণ সম্পাদক মোঃ হাবিব উদ্দিন, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমূখ।