নিজস্ব প্রতিবেদক ঃ- নোঙর এর কুড়ি বছর পর্দাপনে জাতীয় নদী দিবস উপলক্ষ্যে ২৩ মে, ২০২৫, শুক্রবার, বিকাল, ৫ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় জাতীয় চিত্রশালা ৭ নং গ্যালারিতে জীবন নদী শীর্ষক এক আলোচনা সভা, চিত্রকর্ম প্রদর্শনী এবং সাইকেল র্যালির আয়োজন করে নোঙর ট্রাস্ট।
নোঙর ট্রাস্ট এর চেয়ারম্যান সুমন শামস এর সভাপত্বিতে অনুষ্ঠানের শুরুতে নৌপথে নিহত কুড়ি হাজার শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় তিনি বলেন, বাংলাদেশের নদীগুলো শুধু জলপ্রবাহ নয়, এগুলো আমাদের জীবনের অংশ, ভালোবাসা, আবার কখনো-কখনো শোকের উৎস। ২৩ মে, দিনটি বারবার মনে করিয়ে দেয় মেঘনার বুকে ঘটে যাওয়া ভয়াবহ তিনটি লঞ্চ দুর্ঘটনায় জননী আছিয়া খাতুনসহ গত ৫৪ বছরে নৌ দূর্ঘটনায় প্রায় কুড়ি হাজার শহীদের কথা। সেই থেকে কুড়ি বছর অতিক্রম করে গণসচেতনতার কাজ অব্যাহত রেখেছে নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা সংগঠন নোঙর ট্রাস্ট। জাতীয় নদী দিবসে আমরা শুধু নদীর সৌন্দর্য নয়, সেইসব প্রাণের স্মৃতিও স্মরণ করি যারা নদীপথে হারিয়ে গেছেন। নদী পথে নিহতদের স্মরণে ২৩ মে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণা করা আজ সময়ের দাবি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অথচ এই দেশের নৌপথের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় নদী দিবস নেই! একটি জাতীয় দিবস ঘোষণা করা মানে নদীর প্রতি সাধারণ মানুষের যুক্ত হওয়ার একটি আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার চারপাশের ৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নদীগুলো হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।
তিনি বলেন, ‘এবার আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রাথমিকভাবে তুরাগ নদীকে দখল এবং দূষণমুক্তকরণের কাজটা শুরু করে দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এ লক্ষ্যে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।’
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাতীয় নদী দিবস-২০২৫ উপলক্ষ্যে নদী কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা নোঙর ট্রাস্টের আয়োজনে ‘জীবন নদী’ সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর ওপর এক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, নদীর মধ্যে থাকা অবৈধ দখল উচ্ছেদ, ড্রেজিং করার পাশাপাশি নদীর সীমানা চিহ্নিত করতে হবে ও দূষণমুক্ত করতে হবে এবং সেখানে শিল্প মালিকদের সাথে কথা বলে তাদের কর্মকাণ্ড যেন নিয়ন্ত্রণ করা যায়, ঠিকমতো মনিটর করা যায় সেজন্য পরিবেশ অধিদপ্তরে সক্ষমতা বাড়াতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশটা আসলে বাঁচবেই না যদি নদীগুলো আমরা না বাঁচাই। তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর পরই অল্প সময়ের মধ্যে যেটা করেছিলাম সেটা হচ্ছে ঢাকা শহরের ১৯ টা খাল দখল ও দূষণমুক্তকরণের লক্ষ্যে কর্ম পরিকল্পনার মাধ্যমে স্বল্প ব্যয়ে ড্রেজিং করানোর কাজটা শুরু করেছিলাম। এটা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় ওয়ারপো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ মিলে একটা কর্ম পরিকল্পনা করে কাজগুলো শুরু করে দিয়েছি আমরা। ঢাকা শহরে যেন জলাবদ্ধতা এবার কম হয়, কোনো কোনো জায়গায় যেন না-ই হয় আমরা তার জন্য কাজ করে যাচ্ছি।’
উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকদের কাছ থেকে রেকর্ড অনুযায়ী নদীর তালিকা নিয়েছি এবং সেটি প্রকাশ করা হয়েছে। এছাড়া ৬৪ জেলা থেকে ৬৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণের তালিকা করা হয়েছে। কিন্তু এর মধ্য থেকে ১১ টি নদী আলাদা করে নিয়েছি যেগুলোর বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করে দেয়ার চেষ্টা করবো।
উপদেষ্টা আরও বলেন এই ধরনের প্রদর্শনী মাধ্যমে মানুষকে আরও বেশি নদী কেন্দ্রিক, আরো বেশি পরিবেশ কেন্দ্রিক করা যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, মানুষ যখন নদী রক্ষায় জেগে উঠবে তখন সরকারের পক্ষেও বেশি দিন নিস্ক্রিয় থাকা সম্ভব না।
পরে, উপদেষ্টা জাতীয় নদী দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘জীবন নদী’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্মের প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন এবং চিত্রকর্ম পরিদর্শন করেন। এছাড়া তিনি জাতীয় নদী দিবস উপলক্ষে নদী কর্মীদের অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে এক সাইকেল র্যালীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে দেশের স্বনামধন্য ৫০ জন চিত্রশিল্পী, ৩০০ শিশু শিল্পী এবং ৫০ জন অটিজমে আক্রান্ত শিশু শিল্পীদের ৪০০ ছবি স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, হাওর অঞ্চলবাসী সংগঠনের প্রধান সমন্বয়ক জাকিয়া শিশির, নৌ স্থপতি , শামসুল আলম, গ্যান্ডরিয়া পুকুর রক্ষা আন্দোলনের আহবায়ক এবং নোঙর ট্রাস্টি জনাব ইব্রাহীম আহমেদ রিপন।
এসময় উপস্থিত ছিলেন প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৪০ জন চিত্রশিল্পী, সমাজ কর্মী মেহনাজ পারভীন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি ,আমিনুল ইসলাম টুব্বুস,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি,
মো:তৌহিদুর রহমান, ধানমন্ডি সাইকেল এর সভাপতি, মোহাম্মদ তাহাজ্জত হোসেন, রানা সোহেল প্রমুখ। দেশের নদী রক্ষা পরিবেশবিদ ব্যক্তিবর্গ ও
প্রখ্যাত চিত্রশিল্পী এবং কোমল মতি অটিজম শিশু শিল্পীরা শিল্প কর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নেন,চিত্র প্রদর্শনী আগামী সপ্তাহব্যাপী চলবে।