নিজস্ব প্রতিবেদক ঃ- ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট উত্তীর্ণ হয়ে (বিএ) স্মাতক শেষ করেলন।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার, টেকনাফ পৌরসভার স্থায়ী বাসিন্দা ও সংবাদকর্মী মুসলেহ উদ্দিন ( বিএ)।
তিনি জানান, পড়ালেখার গ্রেজুয়েশন শেষ করে মানুষের জন্য ও মানুষের কল্যাণে তার সাধ্য অনুযায়ী কাজ করবেন। এবং জনগণের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন বলে করছেন।
মুসলেহ উদ্দিন আরো জানান, মহান আল্লাহ তায়ালা যদি তৌফিক দেন সামনে মাস্টার্স করবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পাশাপাশি (এম এ) কামিল তাফসীর বা মুফতি পড়বো ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় থেকে।
মুসলেহ উদ্দীন আরো বলেন, আমার এই পড়ালেখায় বিশেষভাবে অবদান রেখেছেন এবং আমাকে সাহস যোগিছেন আর্থিকদিক দিয়ে সহযোগিতা করছেন, টেকনাফ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও টেকনাফ পৌরসভা প্যানেল মেয়র ও কাউন্সিলর জননেতা জনাব, হাফেজ এনামুল হাসান, আমি এই মহান মানুষটার প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ।