মোঃ সায়েদুর রহমান স্টাফ রিপোর্টার ঃ- মানিকগঞ্জে শিবালয় উপজেলার বোয়ালীপাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা।
গত বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার বোয়ালীপাড়া রজ্জব আলীর গোয়ালঘরে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু। বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে জ্বলন্ত কয়েল থেকে সৃষ্ট আগুনে এ ক্ষতির সমমুখীন হন পরিবারটি প্রাথমিক ভাবে জানা যায়। স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।
আগুনে সম্পূর্ণ পুড়ে যায় গোয়ালঘড়। দগ্ধ হয়ে মারা যায় গাভিন গরু ও একটি ষাঁড় বাছুর।
পাটুরিয়া স্থল কাম নৌ-ফায়ার সার্ভিস স্টেশন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্য রাতে আকস্মিক আগুনের ভয়াবহতার খবরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা ব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী গৃহস্থ দাবি করেছেন।
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী।এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।