1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গৃহে বর্বর হামলা প্রাণ নাশের হুমকি:সন্ত্রাসী দুষ্কৃতিকারী চক্র দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিসহ স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ-সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও ১১-২০তম গ্রেডভুক্ত সরকারি কর্মচারীরা তাদের ৭ দফা যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

 

 

১৪ মে, বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা পৃথক ব্যানারে একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

 

এই সময় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রশাসনিক কাঠামোর নানা অসামঞ্জস্য ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষিতে কর্মচারীদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। তাই সময়ের দাবি অনুযায়ী তাদের বৈধ অধিকার ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরী।

 

সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়ন।
২. অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১০০% মহার্ঘ ভাতা চালু।
৩. বাড়িভাড়া ও রেশনিং ব্যবস্থা পুনরায় চালু।
৪. চিকিৎসা ভাতা বৃদ্ধি।
৫. সন্তানদের শিক্ষাব্যয় নির্বাহে শিক্ষা সহায়ক ভাতা প্রদান।
৬. যাতায়াত ভাতা নির্ধারণ ও পরিমাণ বৃদ্ধির দাবি।
৭. টিফিন ও নাস্তা ভাতা প্রদান।

 

বক্তারা উল্লেখ করেন, এ দাবিগুলো পূরণ হলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং সরকারী কার্যক্রমে আরও দক্ষতা ও মনোযোগ বাড়বে।

 

পরে কর্মচারীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

এ সময় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট