1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ দুর্বৃত্তের ছুরিকাঘাতে তানিমের মৃত্যু সাংবাদিক গৃহে বর্বর হামলা প্রাণ নাশের হুমকি:সন্ত্রাসী দুষ্কৃতিকারী চক্র দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে

শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত গাড়ি চালক ও সহকারীদের জন্য ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

 

১১ মে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা শুধু একটি লজিস্টিক ইউনিট নয়, এটি শিক্ষাবান্ধব ও মানবিক আচরণের অনুশীলনের ক্ষেত্রও বটে। চালক ও সহকারীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সুশৃঙ্খল ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আনে। চালক ও সহকারীদের সচেতনতা এ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে পারে।”

 

কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “নিয়মিত প্রশিক্ষণ, আচরণগত উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করা সম্ভব।”

সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “চালক ও সহকারীদের শুধু যান্ত্রিক দক্ষতা নয়, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেও গড়ে তোলা প্রয়োজন। এই সেমিনার সে প্রয়াসেরই অংশ।”

 

ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী, ডেপুটি পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) আইজিএম শাহারিয়াতুল মোতাকাব্বির এবং পবিপ্রবির সাবেক ছাত্র ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট সজিব দেবনাথ।

 

সেমিনারে পবিপ্রবির আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ কামাল হোসেনসহ পবিপ্রবিতে কর্মরত চালক ও সহকারীরা অংশ নেন। বিকেল ৫টায় সেমিনারটি শেষ হয়।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট