1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন মোহাম্মদপুর এই একই পরিবারের শিশুসহ তিনজন দ্বন্দ্ব কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু দুইদিন নিখোঁজের পর লিফটের নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ৭০ তম সভা অনুষ্ঠিত পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লা/শ উদ্ধার বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

৫১ বছর বয়সে সাংবাদিক দম্পতির এসএসসি পরীক্ষা সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় নিন্দার ঝড়

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ- কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক কায়সার হামিদ (৫১) ও তার স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার রিনা (৪৮) ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশগ্রহণ করেছেন।

 

নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করে তারা কুলিয়ারচরের লক্ষীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

 

অভিনব এই ঘটনাটি স্থানীয়ভাবে কৌতূহলের জন্ম দিয়েছে এবং বহু মানুষ তাদের এই পদক্ষেপকে শিক্ষার প্রতি অদম্য আগ্রহের প্রতীক হিসেবে দেখছেন।

 

তবে পরীক্ষার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়। জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম পরীক্ষার্থী সাংবাদিক কায়সার হামিদের সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে হালিমের মোবাইল ফোন কেড়ে নিয়ে অশালীন আচরণ করেন এবং মোবাইলে ধারণকৃত ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দেন। এ সময় কেন্দ্রের বাইরে আরও ১০-১২ জন বখাটে যুবক পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

 

পরবর্তীতে কুলিয়ারচর থানাকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোবাইল ফোনটি উদ্ধার করে হালিমের কাছে ফেরত দেন।

 

 

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কুলিয়ারচর শাখা এক জরুরি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহ-সভাপতি এম আর ওয়াসিম (দৈনিক গণ মানুষের আওয়াজ), যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (সাপ্তাহিক প্রমাণ চিত্র), নাঈম মিয়া (ডেল্টা টাইমস), সোহানুর রহমান (বিজয় টিভি), জাহাঙ্গীর হোসেন (দৈনিক আজকের বসুন্ধরা), জুয়েল মিয়া (দৈনিক স্বাধীন বাংলা) প্রমুখ।

 

তারা বলেন, “সাংবাদিক এম এ হালিম একজন অভিজ্ঞ ও জনপ্রিয় গণমাধ্যম কর্মী। তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করে সুনামহানির চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

 

এদিকে, কেন্দ্র সচিব ও লক্ষীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, “এই বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার বিষয়। তাদের দেখে অনেকেই উৎসাহিত হবেন।” একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতিমাতুজ্জোহরা বলেন, “চলতি বছর কুলিয়ারচরের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”

 

স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারাও মত দেন, “বয়স শিক্ষার অন্তরায় নয়। ইচ্ছাশক্তি থাকলে যে কেউ যে কোনো বয়সে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন।”

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট