1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধান কাটায় যন্ত্রের ব্যবহার,কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে তামাশা শেষ নেই রাষ্ট্রযন্ত্রের:বিএমএসএফ কৃষি খাতের শ্রমিকদের দুরাবস্থার অবসানকল্পে পদক্ষেপ জরুরি:শেখ নাসির উদ্দিন সিলেটে বিআইডব্লিউটিএ’র দুই কোটি টাকার টেন্ডার ৫৭ লাখে নিয়েছে আ. লীগ সিন্ডিকেট পটুয়াখালী ভার্সিটির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন ড. মুহাম্মদ ইউনূস ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবার পেল প্রধান উপদেষ্টার ঘর উপহার প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে:কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া শ্রমিক

ছিন্নমূল মানুষের মাঝে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ইফতার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ- রাজধানীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

আজ বুধবার (২৬ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

 

এ সময় উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মাসুম, সদস্য সচিব শাহরিয়ার নাঈম, যুগ্ম সদস্য সচিব ইসলাম উদ্দিন তালুকদার, জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, জে আর বাপ্পি, সোহাগ খান, আবির সিকদার, শাহরিয়ার দিপ্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

আয়োজন সম্পর্কে আহ্বায়ক এস এ মাসুদ বলেন, আমরা তো সব সময় বিভিন্ন রেস্তোরা কিংবা ভিআইপি হোটেলে ইফতার পার্টির আয়োজন করি, সেখানে এই ছিন্নমূল মানুষগুলো প্রবেশ করতে পারে না, তাই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি একদিন হলেও তাদের পাশে থাকার।

 

 

সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার নাঈম বলেন, আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস, যে সকল বীর যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা ভুলবো না।

 

তিনি বলেন, আমরা দেখেছি প্রত্যেকটা রমজান আসলেই ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর ইসরায়েলি সশস্ত্র বাহিনী যেভাবে হামলা চালায়, বয়স্ক, যুবক কিংবা শিশু বাচ্চাদের যেভাবে হত্যা করছে তা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা সৃষ্টিকর্তার কাছে মিনতি করছি ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি নিরীহ মানুষ যাতে মুক্তি পায় এবং তারাও যেন স্বাধীনতা উপভোগ করতে পারে।

 

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ইফতার পেয়ে ছিন্নমূলের শিশুরা বলেন, আমরা সারা দিন রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরি। রোজার দিনে বিকেলে এই শহীদ মিনারের সামনে এসে ইফতারের অপেক্ষায় থাকি। কোনো দিন পাই, আবার কোনো দিন পাই না। আইজ ইফতার পেয়ে খুশি লাগছে।

 

ইফতার বিতরণ শেষে সংগঠনের সদস্যরা মিলে শহীদ মিনার প্রাঙ্গণে বসেই ইফতার করেন সে সময় সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট