1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

ঢাকা শহরের খেলার মাঠ ও পার্ক যেন ‘ডুমুরের ফুল

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :- শনিবার (৩০ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত “শিশুদের খেলার মাঠ দখলে ক্ষমতাবান অপশক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নীরবতা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।

 

নগরের উদ্যান(পার্ক)ও খেলার মাঠে বাণিজ্যিক স্থাপনা অপসারণ ও রাজনৈতিক ব্যক্তি,সরকারী সংস্থা,পেশিশক্তির ক্ষমতাবান অধিকারীদের মাধ্যমে বেদখলকৃত সব স্থান,পার্ক এবং খেলার মাঠ দ্রুত দখলমুক্ত এবং সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করার দাবিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

ঢাকা শহরে শিশু–কিশোরদের খেলার মাঠ স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষের সহযোগিতায় বিভিন্ন ক্লাবের মাধ্যমে দখল করছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি। মাঠ ও পার্ক দখলে স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষ কখনো সক্রিয়, কখনো নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। ক্লাবের নামে মাঠ দখলে এই চক্রটি রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের ব্যবহার করছে।
জনগণের টাকায় নির্মিত এসব মাঠ ও পার্ক ব্যবস্থাপনার নামে ক্লাবগুলো দখল করে প্রশিক্ষণ, মেলা এবং নানা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। ক্লাবগুলো মাঠে স্থাপনা নির্মাণ, ভাড়া প্রদান এবং সদস্যপদ বিক্রির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয়ের পথ খুলে দিচ্ছে। এতে করে মাঠগুলো কমিউনিটির পরিবর্তে বাণিজ্যিক ক্লাবের মাঠে পরিণত হচ্ছে, যা শিশু–কিশোরদের খেলাধুলার সুযোগ কমিয়ে দিচ্ছে।

 

 

পবা কার্যকারী সভাপতি ডা. নুহ উল আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন। সভায় তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অগ্রদূত সৈয়দা রতনা, সিএসপিএ–এর কনসালটেন্ট অধ্যাপক আ ফ ম সরোয়ার, বারসিকের পরিচালক ও নৃবিজ্ঞানী সৈয়দ আলী বিশ্বাস, মো. হাবিবুর রহমান ময়না এবং বারসিকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম,
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো:আমিনুল ইসলাম টুববুস , প্রমুখ বক্তব্য রাখেন।
প্রবন্ধ উপস্থাপন করেন পবা নির্বাহী সদস্য, ব্যারিস্টার নিশাত মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ রাসেল।

 

এ আলোচনা সভায় বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো:আমিনুল ইসলাম টুববুস বলেন,

প্রকৃতির কাছাকাছি যেতে হলে আমাদের মাঠ,পার্কে ফিরে আসতে হবে,
প্রত্যেক মাঠে বৈষম্য দূর করতে হবে,মাঠে কেবল ক্রিকেট
খেলা কে উৎসাহিত করতে দেখা যায়, দেশের অনেক ঐতিহ্যবাহী খেলা রয়েছে সেগুলি স্থান পাচ্ছে না, মাঠের আশপাশে ফাস্টফুটে দোকান হওয়াতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে,নাগরিক পরিবেশ সুস্বাস্থ্য প্রকৃতির কাছাকাছি প্রজন্মকে নিয়ে আসতে মাঠে বাইসাইকেল প্রশিক্ষণ,সাইকেল পার্কিং সুব্যবস্থা রাখাটা অত্যন্ত জরুরী এবং এটি একটি সময়োপযোগী হয়ে পড়েছে।

 

আনন্দ অনুকূল পরিবেশের জন্য মাঠের চারপাশে দেশীয় ফলের গাছ রোপন সহ নারী ও শিশু মাঠে আসার পরিবেশ
তৈরি করা,অনেক মাঠে প্লাস্টিক ঘাস কার্পেটিং করা রয়েছে সেগুলোর তুলে ফেলার দাবি জানান।
মাঠ–পার্কের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মাঠ ও পার্ক বিলাসিতা নয়, এটি নাগরিক জীবনের অপরিহার্য অংশ। হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোকসহ নানা অসংক্রামক রোগ প্রতিরোধ এবং যুব সমাজকে মাদক ও হতাশা থেকে দূরে রাখতে মাঠ ও পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নগর পরিকল্পনায় এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

 

বক্তারা আরও বলেন, কমিউনিটি মাঠ স্টেডিয়াম বা প্রশিক্ষণ কেন্দ্র নয়। এই মাঠ শিশু–কিশোরদের জন্য উন্মুক্ত থাকতে হবে। অথচ বিভিন্ন ক্লাব মাঠের পাশে ক্লাব হাউস নির্মাণ করে প্রথমে প্রশিক্ষণ শুরু করে, পরে ধীরে ধীরে স্থাপনা তৈরি করে মাঠগুলো দখল করছে। এতে স্থানীয় শিশু–কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

 

 

বক্তারা ধানমন্ডি মাঠের উদাহরণ দিয়ে বলেন, একসময় উন্মুক্ত থাকা এই মাঠ ক্লাবের নামে দখল করে নেওয়া হয়েছে। একইভাবে গুলশানের শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দখলে নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। মাঠ দখল নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ তিনটি মামলায় স্পষ্ট নির্দেশনা দিলেও সিটি কর্পোরেশন এবং রাজউক তা অমান্য করছে।

 

 

সভায় বক্তারা মহানগরীর মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের সংশোধন, মাঠ ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন, দেশের সকল মাঠ ও পার্কের তালিকা প্রস্তুত ও উন্মুক্তকরণ এবং দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নাগরিক অধিকার রক্ষায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট