নিজস্ব প্রতিবেদক :- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান,গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে মোছাঃ পাপিয়া আক্তার স্বর্ণা (২৫) নামে এক নারী ভুয়া চিকিৎসক আটক।
রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে আটক করে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে শাহবাগ থানায় ওই ভুয়া নারী চিকিৎসককে হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিকেলে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, বারোটার দিকে আমাদের একটি টহল টিমের সদস্যরা টহল দেওয়ার সময় নাক, কান,গলা বিভাগে ৩০৩ নম্বর ওয়ার্ডে তৃতীয় তলায় এপ্রোন পরে ঘোরাফেরা করছে। বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্য ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে ওই নারীকে দেখান।
পরে ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসক তাকে না চিনলে আমরা ওই নারীকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ করে পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শে ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুকের কাছে সোপর্দ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আমরা জানতে পারি নাক, কান, গলা,বিভাগের, মোঃ নুরআলম এক পেসেন্ট
গত,( ১১ নভেম্বর) ইউনিট ছয় এর আন্ডারে ভর্তি হয়। তার কাছে থেকে সুকৌশলে ২৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি।রোগী গ্রামে বাড়ি,কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঘাগড়া গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান।
তিনি আরো জানান,ভুয়া নারী চিকিৎসকের নরসিংদী জেলা মনোহরদী থানা আর- ওয়াদিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এর আগে গত বছর ডিসেম্বরে মুনিয়া রোজা নামে এক ভুয়া নারী চিকিৎসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।