নিজস্ব প্রতিবেদন :- যুবদলের নেতা মনির তালুকদার মোটরসাইকেল এক্সিডেন্ট গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হসপিটালে ভর্তি আছেন।
গতকাল (১৪ই অক্টোবর) সোমবার বিকেলের দিকে আগৈলঝাড়া মোটরসাইকেল এক্সিডেন্ট করেন। আহত মনির তালুকদার হলেন, বরিশাল জেলার আগৈলঝাড়া থানার ৫নং ইউনিয়নের ছয়গ্রাম গ্রামের লতিফ তালুকদারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,আহত মনির তালুকদার ও তার বন্ধু ইসমাইল আর কালু তারা জানান আমরা মোটরসাইকেলে তিনজন ছিলাম আগৈলঝাড়া থানার কাছে একটা উঁচু ব্রিজ রয়েছে। আমরা মোটরসাইকেল নিয়ে ব্রিজের ঢাল দিয়ে ব্রিজের উপরে উঠতে ছিলাম তার বিপরীতের ঢাল দিয়ে আরেকটি মোটরসাইকেল এসে আমাদের মোটরসাইকেলে লাগিয়ে দিলে আমরা তিনজনই আহত হই তার মধ্যে আমাদের বন্ধু মনির তালুকদারের ডান পা ভেঙে যায়। ঘটনাস্থানের লোকজন আমাদেরকে নিয়ে গৈলা হাসপাতালে নিয়ে আসা হয়। ইসমাইল ও কালু দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত মনির তালুকদারের বন্ধু বাবুল তালুকদার জানান ইসমাইল আর কাল গৈলা হাসপাতালে রয়েছে এবং তারা মোটামুটি সুস্থ আছে। কিন্তু মনির তালুকদারকে গৈলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন মনিরের পায়ের অবস্থা বেশি ভালো না। তাই আমরা মনিরকে নিয়ে বরিশাল বেসরকারি হসপিটালে ভর্তি করেছি।
বাবুল তালুকদার আর ও জানান আমার বন্ধু মনিরের পায়ের অবস্থা খুবই খারাপ আগামী (১৭ অক্টোবর) বুধবার বিকাল তিনটায় তার পায়ের অস্ত্রোপচার করা হবে।
আহত মনির তালুকদারের বন্ধু বাবুল তালুকদার সকলের কাছে দোয়া চেয়েছেন।