মেডিকেল প্রতিবেদক ঢাকা :- রাজধানীর উত্তর বাড্ডা আকাশ পরিবহনের দুই বাসের চাপায় মোছাঃ তাসনিম জাহান আইরিন (২৪) নামের এক নারী নিহত।
বুধবার (০ ৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুপুর দুইটার দিকে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, আমরা খবর পেয়ে বাড্ডার প্রগতি স্মরণীয় সুবাস্তু টাওয়ার বিপরীত রাস্তার থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষ ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি আকাশ পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার পথে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে এতে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি
বরগুনা জেলা পাথরঘাটা থানা মানিকখালী গ্রামে,বর্তমানে,পল্লবী এলাকায় নিজ বাসায় থাকতো। আমার তিন মেয়ে এক ছেলে।
নিহতের বাবা সাইফুল আলম ছগির ছগির জানান,আমার দুই মেয়ে আইরিন ও ইসরাত
বেসরকারি কোম্পানিতে এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট পদে চাকরি করতেন। সকালে বাসা থেকে বের হয় পরে জানতে পারলাম আকাশ পরিবহন দুইবাসে চাঁপা পড়ে তাসনিম জাহান আইরিন ঘটনা স্থলে মারা যায় ও নুসরাত জাহান জেরিন আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।।