নিজস্ব প্রতিবেদক :- বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় কবরস্থানে গরু চরানো নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল তাজুলের হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত তাজুল ইসলাম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
হাসপাতালে থাকা ওই গ্রামের মুরুব্বী জব্বার মিয়া বলেন, ‘দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে কবরস্থানে গরু- ছাগল চরানো যাবে না, ইতিমধ্যে বাউন্ডারিও দেয়া হয়েছে। তারপরও সোনাহরের লোকজন গরু-ছাগল চরান। আজ সকালে এ বিষয়ে তাজুল কথা বললে সোনাহরের ভাইসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আছি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।