1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

৭বছরের শিশুকে ধর্ষণ করল দাড়িওয়ালা মুরুব্বী:ধর্ষককে গণপিটুনি

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক ঢাকা :- রাজধানীর কদমতলীর বরইতলা রেললাইন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ধর্ষক আব্দুল্লাহকে(২৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।পরের দিন ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই শিশুর মা জানান, “আমি একটি পলিথিন কারখানায় কাজ করি। আমার বাসা কদমতলীর বরইতলা রেল লাইনের পাশে। আমার একমাত্র মেয়ে বৃহস্পতিবার বিকালে রেললাইনের পাশের খেলাধুলা করছিল । কিন্তু তার নানি আমাকে জানায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।পরে আমিও তাকে অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না। পরে আশেপাশের তিনটি মসজিদে মাইকিং করি মাইকিং করার পর দশ মিনিট পরে আমার মেয়েকে ওই রেললাইনেই আবার পাই। সে সময় তার অবস্থা অনেক খারাপ ছিল‌ সে হেটে আসতে পারছিল না।

পরে তাকে বাসায় নিয়ে আসি। শিশুর কাছে জানতে চাইলে সে একজন দাড়িওয়ালা ব্যক্তির কথা জানিয়ে যেই বাসায় নিয়ে ঘটনাটি ঘটে ওই বাসায় আমাদের নিয়ে যায়। পরে আমরা ওই বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। ওই রাতে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে রাতে আমি বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করি এবং শুক্রবার ভোর রাতের দিকে আমার শিশু মেয়েটি ঢাকা মেডিকেলে ভর্তি করি।

তিনি আরও বলেন, প্রথমে আমরা ওই লোকের পরিচয় এবং তাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আজ সোমবার বিকালে আমাদের এলাকার অনেক মানুষ তাকে পাশে একটি বাজারে ওই সিসিটিভি ফুটেজের ছবি দেখে চিনতে পারে। সাথে সাথে তাকে স্থানীয় লোকজন আটক করলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে ।

পরে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে তাকে সোপর্দ পুলিশ সোপর্দ করলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে পুলিশ। বর্তমানে সে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন। আমার একমাত্র মেয়েকে যে এই খারাপ কাজ করেছে তার উপযুক্ত সাজা ফাঁসি চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই ) অশোক সরকার জানান, গত বৃহস্পতিবার কদমতলী এলাকায় সাত বছরের একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুটির মা শুক্রবার বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা (মামলা নং-৮) দায়ের করেন।

পরে শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসি তে ভর্তি করা হয়। এই ঘটনায় ধর্ষককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে আমাদের কাছে হস্তান্তর করলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।বর্তমানে জরুরী বিভাগে ওই অভিযুক্ত ব্যক্তির চিকিৎসা চলছে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট