নিজস্ব প্রতিবেদক :- শনিবার (৫ অক্টোবর) রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে হাসিনার পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন এনডিপির সভাপতি কর্নেল (অব). অলি আহমেদ বীর বিক্রম।
তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের নামে থাকা স্থাপনা, প্রতিষ্ঠানগুলোর নাম দ্রুত পরিবর্তনের দাবি জানিয়ে অলি আহমেদ বলেন, স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে শিগগিরই শেখ মুজিবের ছবিও অপসারণ করতে হবে। এছাড়া আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবিও জানান তিনি।
শেখ হাসিনা সরকারের সমালোচনা করে অলি আহমেদ বলেন, বিগত সরকার ১৫ বছরে গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন, মেগাপ্রজেক্টের আড়ালে লুটপাট করেছে। আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করার জন্য আর কতজন শহীদের প্রয়োজন? সময় সংক্ষিপ্ত, দ্রুত তাদের নিষিদ্ধ করুন। আবেগ বাদ দিয়ে বাস্তবতায় ফিরুন।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুতই শহীদদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কতজন শহীদ হয়েছেন তা জনসমক্ষে তুলে ধরতে হবে। এছাড়া আহতদেরও তালিকা করতে হবে।
শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অব. জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন এলডিপি সভাপতি। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পূর্বেও কিছু ক্রিমিনাল ব্যবসায়ী তাকে ক্ষমতায় টেকানোর চেষ্টা করেছে। এরা দেশদ্রোহী। দেশের অভ্যন্তরে এখনও ক্রিমিনাল রয়েছে।
আওয়ামীপন্থীরা অরাজকতা সৃষ্টির জন্য ওঁত পেতে বসে আছে জানিয়ে তিনি বলেন, সরকার এত দুর্বল কেনো? পাহাড়ি বিভিন্ন সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে অস্ত্র তাক করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। সরকারকে দূর্গাপুজায় আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে সতর্ক অবস্থা গ্রহণ করতে হবে। কারণ আওয়ামীপন্থীরা অরাজকতা সৃষ্টির জন্য ওঁত পেতে বসে আছে।
এখনো বিভিন্ন অফিসে শেখ হাসিনার বাহিনী গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে। ফলে দেশে এখনো অশান্তি বিরাজ করছে জানিয়ে অলি আহমেদ বলেন, বর্তমান সরকারের উচিত তাদের চিহ্নিত করে বরখাস্ত করা। যারা অবৈধভাবে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে তাদের বাতিল করতে হবে।