মেডিকেল প্রতিবেদক ঢাকা :- রাজধানীর ডেমরা মেইন রোডের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর ।
বুধবার(২অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ পরিদর্শক ( এস আই)
কাউসার আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান খবর পেয়ে ডেমরা মেইন রোডের পাশ থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধ নারীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।
এস আই আরও জানান আশেপাশের লোকদের জিজ্ঞেস করে প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই কাউসার মাসুদ।