নিজস্ব প্রতিবেদক :- শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে হেদায়েত উল্লাহ্ মৃধা ও সুরাইয়া ইয়াসমিনের সঞ্চলনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী ।
প্রধান বক্তা হিসাবে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণ ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি বলেন – শেখ হাসিনার পতন হয়েছে ঠিক কিন্তু দেশে এখনও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে । তাই অন্তর্বতীকালীন সরকারকে সময় দিতে হবে । তারা যেন সময় নিয়ে দেশকে সঠিক সংস্কার করে । আর যেন শেখ হাসিনার মত সরকার তৈরি না হয় ।
আরও বক্তব্য রাখেন – এবি পার্টির যুগ্ম মহা সচিব ব্যারিষ্টার মোঃ ফুয়াদ ।
তিনি বলেন – রাষ্ট্র এখন মেরামতের কাজ চলছে । সংবিধান সংস্কারের কাজ চলছে । জনগন চায় প্রত্যাশা পূরনেই কেবল রাষ্ট্র এবং সংবিধান যেন সংস্কার করা হয় । এবং জন জোটের সফলতা কামনা করেন ।
আরও বক্তব্য রাখেন – গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচীব তারেক রহমান-
তিনি বলেন – শেখ হাসিনার আজ জন্ম দিন । পাগলিটা আজ বাংলাদেশে নেই । এটা নিয়ে অনেকেই দুঃখ হয় । স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে যারা দুঃখ পায় তারা ভারতের দালাল । জন জোটের ভবিষ্য আরো সুন্দর হবে বলে মন্তব্য করেন ।
তারেক আরে বলেন – ৩ মাসের মধ্যে নির্বাচন না দিলে এই সরকার জামেলায় পড়তে পারে । জন জোট ভবিষ্যতে আরো চমৎকার ও গুছালো প্রোগ্রাম করতে পারে বলে তিনি আশা ব্যাক্ত করেন ।
আরও বক্তব্য রাখেন – বাংলাদেশ লেভার পার্টির চ্যায়ারম্যান – ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান-
তিনি বলেন – সতর্ক দিয়ে বলছি শেখ হাসিনার দালালেরা সাবধান হয়ে যান । এরা যেন আমাদের আশেপাশে না থাকে । শেখ হাসিনার দালালদেরই এই দেশে বিচার হবে । জন জোট সকলের সঙ্গে এগিয়ে যাক দোয়া রইল ।
আরও বক্তব্য প্রদান করেন – জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধান –
তিনি বলেন – বাংলাদেশ জনগন আগ্রাসন কে মেনে নেয়নি এবং নিবেনা । তাই যারা বিগত সরকারের চামচামি করেছে তারা সাবধান হয়ে যান৷।
বাংলাদেশ জন জোটের সম্মেলনে উল্লেখিত কর্মসূচিগুলো বেশ চমৎকার । আমরাও এর সাথে একমত এবং জন জোটের সফলতা কামনা করছি ।
আরও বক্তব্য রাখেন – জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন –
তিনি বলেন বৈষহীন দেশ গড়তে হলে এবং মেধার সঠিক মূল্যায়নের জন্য আবেদনের বয়সসীমা উঠিয়ে দিতে হবে এবং উদ্যোক্তা তৈরিতে হাত দিতে হবে । আমরা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ চাই । তিনি বলেন বাংলাদেশ জন জোট একটি শৃঙ্খল রাজনৈতিক সংগঠন ।
আরও বক্তব্য রাখেন শ্রমিক জন জোটের সমন্বয়ক হাসান আলী স্বপন –
তিনি বলেন – শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করবে বাংলাদেশ জন জোট ।
আরও বক্তব্য রাখেন ছাত্র জম জোটের সমন্বয়ক মোবারক হোসেন ঈশান –
তিনি বলেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে । অতএব বাংলাদেশ ছাত্র জন জোট সব সময় বৈষম্য দূর করতে অঙ্গীকারবদ্ধ ।
আরও বক্তব্য রাখেন নারী জন জোটের সমন্বয়ক রেশমা আক্তার –
তিনি বলেন শেখ হাসিনার পতনে নারীদের অগ্রনী ভুমিকা ছিল। যাহা জাতী দেখেছে । তাই বলে দিতে চাই আর কোন স্বৈরাচার যেন তৈরি না হয় । নতুবা নারীরা আবার জেগে উঠবে ।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় উপদেষ্টা হারুন অর রশিদ খাঁন-
তিনি বলেন – বাংলাদেশ জন জোটের সম্মেলনের যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে তাহা বাস্তবায়ন করা হবে । ভোটাধিকার ফিরিয়ে আনতে তত্ববধায়ক সরকারের বিকল্প নেই ।
আরও বক্তব্য রাখেন – জন জোটের অন্যতম উপদেষ্টা – জসিমউদদীন খাঁন-
তিনি বলেন – আমি জন জোটের সফলতা কামনা করি এবং জন জোটের তরুন ও যুবকরা এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।
আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ –
তিনি বলেন দেশে আজ অনেক কিছু সংস্কার প্রয়োজন । আমি আশাকরি এই সরকার সে দায়িত্ব নিয়ে দীর্ঘ দিনের সেই প্রত্যাশা পূরন করবে৷।
আরও বক্তব্য রাখেন combine Human rights world এর চ্যায়ারম্যান সুহেল মৃধা –
তিনি বলেন – বাংলাদেশ জন জোটের এমন সম্মেলনে আমি আশাবাদী তারা ভবিষ্যতে আরো ভাল করবে ইনশাআল্লাহ্ । আমি আশাকরি দেশের জনগণ তাঁদের কর্মসূচির সাথে একমত হবে।
সভাপতির বক্তব্যে ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজী বলেন – বাংলাদেশ জন জোট একটি রাজনৈতিক সংগঠক। এটি ভবিষ্যতে পার্টি হতে যাচ্ছে ইনশাআল্লাহ্ ।
দ্রব্য মূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙ্গে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ । বিচার বিভাগ,নির্বাচন কমিশন, দুদককে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে যেন গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং জিরো দূর্নীতির দেশ হয় বাংলাদেশ।
জাতীয়তাবাদ ও উদার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ধারণ করে আমরা আমাদের রাজনীতি স্থির করেছি।
আপনাদের সবাইকে বাংলাদেশ জন জোটে আমন্ত্রণ জানাচ্ছি । এই বলে তিনি সম্মেলনে সমাপ্তি ঘোষণা করেন ।
আরও বক্তব্য রাখেন – গণ ফোরামের তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মাহমুদউল্লাহ মধু , ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক ইসমাইল সম্রাট । ছাত্র গণতন্ত্র ঐক্য মঞ্চের আহবায়ক আবদুল্লাহ হোসেন সহ আরো অনেক দল ও সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন ।