1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ ব্র্যাক ইউনিভার্সিটি এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু মানিকগঞ্জের শিবালয় রাস্তা বন্ধ করে মসজিদ নির্মানের অভিযোগ কমিটির বিরুদ্ধে মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক জরুরী বিভাগের পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুটি মরদেহ উদ্ধার ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

পরিচালকের পদত্যাগের দাবিতে নার্সদের বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক ঢাকা :-  আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের নার্সদের নিয়ে করা কটূক্তির প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছেন ঢাকা মেডিকেল কলেজের নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক ডক্টর শরিফুল ইসলাম, নার্সিং কলেজের ছাত্র সমন্বয়ক মহিবুল্লাহসহ ঢামেক হাসপাতালের নার্সিং বিভাগের শিক্ষার্থীরা।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সমন্বয়ক সাব্বির মাহমুদ তিহান, যার অধীনে প্রায় ৫০০-৫৫০ জন শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীদের একমাত্র দাবি—নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন, যার বিরুদ্ধে এবার তারা কঠোর কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আগামীকাল ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনকারীরা সতর্ক করে দিয়েছেন যে, যদি তাদের দাবিগুলো উপেক্ষা করা হয়, তবে তারা কর্মবিরতি ও আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।

আন্দোলনরত নার্সদের দাবি, দেশের স্বাস্থ্য খাতে সংকটের সময়, যেমন করোনা মহামারি, ডেঙ্গু এবং অন্যান্য স্বাস্থ্য জরুরিতে, তারা ফ্রন্টলাইনে থেকে জীবন বাজি রেখে কাজ করেছেন। কিন্তু তবুও তাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হয়নি।

বরং প্রশাসনিক পদে তাদের বাদ দিয়ে অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নার্সদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এর ফলে, দেশের স্বাস্থ্যসেবার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের মত।

বিক্ষোভকারীদের ক্ষোভ আরও তীব্র হয় যখন গত ১২ সেপ্টেম্বর একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে নার্সিং অধিদপ্তরের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। নার্সদের অভিযোগ, এই ধরনের পদক্ষেপ তাদের পেশাগত মর্যাদা হ্রাস করছে এবং তাদের দক্ষতাকে অবমূল্যায়িত করছে।

নার্সরা মনে করেন, প্রশাসনিক পদে তাদের নিজস্ব পেশাজীবীদের নিয়োগের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব, যা তাদের পেশাগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়তা করবে।

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে আখ্যা দেন।

তার এই মন্তব্য নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায়, ৯ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে নার্সরা বিক্ষোভ শুরু করেন এবং মহাপরিচালকের পদত্যাগের দাবি জানান।

নার্সরা মনে করেন, তাদের পেশার সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনতে প্রশাসনিক পদগুলোতে নার্সদের নিয়োগ দেওয়ার প্রয়োজন। তা না হলে, স্বাস্থ্যসেবার মান কমে যাবে এবং নার্সদের পেশাগত গর্ব ও দক্ষতায় নেতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট