1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ধান কাটায় যন্ত্রের ব্যবহার,কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে তামাশা শেষ নেই রাষ্ট্রযন্ত্রের:বিএমএসএফ কৃষি খাতের শ্রমিকদের দুরাবস্থার অবসানকল্পে পদক্ষেপ জরুরি:শেখ নাসির উদ্দিন সিলেটে বিআইডব্লিউটিএ’র দুই কোটি টাকার টেন্ডার ৫৭ লাখে নিয়েছে আ. লীগ সিন্ডিকেট পটুয়াখালী ভার্সিটির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮ টি ঘর হস্তান্তর করলেন ড. মুহাম্মদ ইউনূস ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবার পেল প্রধান উপদেষ্টার ঘর উপহার প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক

ছুরিকাঘাতে ৭ মাসের অন্তঃসত্তা গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মেডিকেল প্রতিবেদক ঢাকা :-  গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় ঢুকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তঃসত্তা গৃহবধূ সীমা আক্তার (২২) ও তার অনাগত নবজাতক মারা গেছে।

যাত্রাবাড়ী শহিদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় ঘটনাটি ঘটে। পরে আজ বুধবার(২৮ আগস্ট) বিকেলের দিকে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহত গৃহবধূর ভাই মোঃ নাসির জানান,
আমার বোন সীমা তার স্বামী জুয়েলকে নিয়ে যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকতো। আমার বোন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও আবির নামে চার বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে আমার বোনের। সীমার স্বামী যাত্রাবাড়ী এলাকায় ফলের ব্যবসা করেন।

সীমার বর্তমান ভাড়া বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি হওয়ায় প্রায়ই সে আমাদের বাসায় আসতো। গতকাল সীমা আমাদের বাসায় বেড়াতে এসেছিল। এ সময় এক যুবক ছুরি হাতে বাসায় ঢুকে পড়ে। সে সময় বাসায় আমরা কেউ ছিলাম না। শুধু সীমা আর তার চার বছরের সন্তান ছিল বাসায়। ওই যুবক হঠাৎ করেই কোন কিছু না বলে ছুরি নিয়ে আমার বোনের দিকে এগিয়ে গেলে আমার বোন বলে,” আমাকে মারবেন না, আমার পেটে সন্তান আছে”। কিন্তু সীমার এ কথায় কোনো কর্ণপাত না করেই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। পরে আহত সীমাকে আমরা জিজ্ঞেস করলে সীমা জানায় ওই যুবককে সে চিনতে পারেনি।

গতরাতেই গুরুতর আহত অবস্থায় সীমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা সিজার করলে ছেলে সন্তান জন্ম দেন সীমা। তবে সদ্য ভূমিষ্ঠ হওয়া আমার ভাগ্নের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। তখন চিকিৎসকেরা নবজাতকটিকে এন আই সি ইউ তে নিতে বলে। ঢামেক হাসপাতালে এলআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নিতে নিতে রাতেই মারা যায় আমার ভাগ্নে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলের দিকে আমার বোন মারা যায়।

সীমার স্বামী মোঃ জুয়েল জানান,”আমার তো কোন শত্রু ছিল না রে ভাই, কেন আমার স্ত্রী সন্তানকে এভাবে মেরে ফেলা হলো। সীমাতো বারবার বলেছিল ওর পেটে বাচ্চা আছে। তবুও কেন মারল তাকে। আমি এর বিচার চাই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান,
গতকাল রাতে যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করেন স্বজনেরা। রাতেই সিজারের মাধ্যমে ডেলিভারি করা হয়। তবে শিশুটি মারা যায়। আর চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে মারা যায় নবজাতকের মা সীমা আক্তার। তার পেটে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট