মেডিকেল প্রতিবেদক ঢাকা :- মঙ্গলবার (২৮ আগস্ট) রাজধানী ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রিজভী আহমেদ সাদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পরে রাতে ২টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত রিজভী মিরপুরের কাফরুল থানার ৭৫৫ নং আশিদাগ ইব্রাহীমপুর জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহতের ভগ্নিপতি গোলাম মর্তুজা জানান, আমার শ্যালক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। গতরাতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান রিজভী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।